স্টাফ রিপোর্টার ::
সকল স্তরে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বানে জামালগঞ্জে সম্প্রীতি সমাবেশ করেছে জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ। মঙ্গলবার বিকালে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর কুমার পল্লীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গ্রামের হিন্দু ও মোসলমান ধর্মের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বদরপুর গ্রামের রতিশ পালের সভাপতিত্বে ও জামালগঞ্জ পিএফজির সদস্য আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জাতীয় কমিটির সদস্য ও জামালগঞ্জ পিএফজির এম্বাসেডর নূরুল হক আফিন্দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ পিএফজির সদস্য মারজানা ইসলাম শিবনা, বদরপুর গ্রামের নবিউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনসীতেন্দ্রপাল, জগবন্ধু পাল, অনু পাল, জয়কুমার পাল, সুজিত পাল প্রমূখ।