সুনামগঞ্জ প্রতিনিধি
মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে মাশরুম চাষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেনের সঞ্চালনায় মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন,সুনামগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদ বিভাগের প্রভাষক মোঃ আবু সাঈদ,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম,রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর আহমদ নুর,কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রাজা,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরুল আমীন,উপসহকারূ কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য ড. মোঃ মোশারফ হোসেন বলেছেন,কৃষি সমৃদ্ধ অপার সম্ভবনাময় জেলা হচ্ছে এই সুনামগঞ্জ। এখানে মৎস্য,পাথর ধানের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিতে মাশরুম চাষ সুনামগঞ্জের জন্য উপযুক্ত একটি জায়গা। এখানকার মাটিতে যেকোন ধরনের ফলজ,বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদে কৃষক ও কৃষানীদের সম্পৃক্ত করা গেলে তারা লাভবান হবেন এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এজন্য সরকার হাওরাঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আরে বলেন লোকমুখে শোনা যায় মাশরুম ফলন লাভজনক হলে খাওয়া নাকি হারাম। কিন্ত জোর দিয়ে উপস্হিত কৃষক কৃষানীদের উদ্দেশ্যে আরো বলেন মাশরুম একটি পুষ্টিকর এবং লাভজনক তাই এগুলো খাওয়া ইসলামের দৃষ্টিতে হালাল। ফলে এই বর্ষার মৌসুমে যেহেতু হাওরে পানি চলে আসায় মাশরুম চাষ করাটা সম্ভব নয় তাই সকলেই নিজ নিজ বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির আশপাশে উন্মুক্ত জায়গায় মাশরুম চাষ করেন নিজে পুষ্টিকর খাবার হিসেবে খাবেন এবং বাজারজাত করে সবাই অর্থনৈতিকভাবে লাভবান ও হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৩.০৫.২০২৫