দিরাই প্রতিনিধি ঃ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের এক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিলেট বিভাগীয় একটি অনুষ্ঠানে বিভাগের ৪ জেলার শ্রেষ্টদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট হয়েছেন দিরাই উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। খোরশেদ আলম আধুনিক কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে বিশেষ অবদান রাখায় এ সম্মাননায় ভূষিত হন। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা পরিচালক মোঃ ছাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মোঃ ড.কাজী মজিবুর রহমান, উপ পরিচালক মোফাকখারল ইসলাম, প্রকল্প পরিচালক মোঃ রাকিব উদ্দিন প্রমুখ।