দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১১ টায় উপজেলার থানা পয়েন্টে দিরাই উপজেলা বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা তরুণ দলের আহবায়ক আবুল ফজল আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই দিরাই কলেজ রোড ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ রিপন, জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান, উপজেলা তরুণ দলের আহবায়ক বাবুল তালুকদার, সদস্য সচিব রয়েল সরদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ,দিরাই পৌ বিএনপির সাবেক প্রচার সম্পাদক তহুর আলম চৌধুরী, প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ মন্ত্রী এম এ মান্নান সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সব সরকারি প্রতিষ্টান তাঁর নিজের গ্রামের পাশে করিয়েছেন। এতে সুনামগঞ্জের মানুষ প্রতিবাদ করেও কোন সফলতা পায়নি। ৫ আগষ্টের আন্দোলনে বিগত স্বৈরাচারের বিদায়ের পর জেলার একমাত্র উচ্চ শিক্ষার এ বিদ্যাপীঠ জেলা শহরে স্থাপনের দাবি উঠেছে। বক্তারা বলেন বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সুনামগঞ্জ জেলার সুনাম রক্ষাতে সুনামগঞ্জে ই স্থাপন করার জন্য।