1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:১৩|
শিরোনামঃ
দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জেলা প্রশাসক ৩১ দফা বাস্তবায়নে জনমত গড়ে তুলুন — আজমল চৌধুরী জাবেদ তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী মাঠে, প্রচারণায় তুমুল লড়াইয়ে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের উদ্যোগে নিখোঁজ শাহিন আহমদের সন্ধানে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান শাহ্ ফুজায়েল ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই — মিজান চৌধুরী তারেক রহমানের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের পক্ষে জেলা মহিলা বিএনপির নারী সমাবেশ গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

‎ভাড়া দিতে বিলম্ব, মা-ছেলেকে ঘরে রেখে দরজায় তালা দিলো বাড়ির মালিক ‎

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫,
  • 235 বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার::

‎সুনামগঞ্জ শহরের রায় পাড়ায় একটি বাসায় এক মাসের ভাড়া তিন দিন অতিবাহিত হয়ে গেলে বাসার মালিক ইউসুফ চৌধুরী ভাড়াটিয়াদের ঘরের ভিতর রেখেই বাহিরে তালা লাগান। এমন নেককারজনক ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় নেমে আসে ।

‎মঙ্গলবার ( ৮ জুলাই ) সকাল থেকেই ঘরে তালা লাগিয়ে চলে যায় বাসার  মালিক ইউসুফ চৌধুরী। এদিকে ঘরের ভিতর আটকা পরে ভাড়াটিয়ারা। ঘরে আটকে থাকা শিক্ষার্থী ইমন বর্মন জানান,বাসা ভাড়ার  মাস পেরিয়ে তিন দিন অতিক্রম হলে বাসার মালিক আমি আমার অসুস্থ মা, স্ত্রীসহ পরিবারের সবাইকে ঘরের ভিতরে রেখেই তালা লাগিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে আশপাশের মানুষদের আমি জানালা দিয়ে ডাকতে শুরু করি। পরে তারা এসে আমাদের এই অবস্থা দেখে  স্থানীয় থানায় পুলিশকে  খবর দেয় এবং কয়েক ঘণ্টা তালাবদ্ধ ঘরে থাকার  পর  আমাদের পুলিশ উদ্ধার করে।

‎এ ব্যাপারে প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, এমন নেককারজনক ঘটনা এর আগে কখনো  ঘটেনি আমরা তার ধিক্কার জানাই। সামান্য টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে। ঘরে আটকে থাকা তাদের যদি কোন ধরনের অঘটন ঘটে যেত তাহলে এর দায়বার কে নিতো।

‎পার্শ্ববর্তী ভাড়াটিয়া  স্বপন চন্দ্র বলেন, ঘরে আটকে থাকা তাদের চেচামেচি শুনে আমরা এসে দেখি বাহিরে তালা লাগানো। মানুষের সমস্যা হতেই পারে মাত্র তিন দিন হয়েছে মাস পেরিয়ে এরজন্য এইরকম আচরণ আমরা মেনে নিতে পারছি না আমরা এর সুষ্ঠু বিচার চাই।

‎এ ব্যাপারে বাসার মালিক ইউসুফ চৌধুরী বলেন, সময় মত গ্যাস বিলের টাকা পরিশোধ করতে হয় আমার। এছাড়াও  তাদেরকে আমি এক বছর আগে নোটিশ দিয়েছি এখন আমার বাসা ছেড়ে যাচ্ছে না।

‎এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আবুল কালাম বলেন, রায়পাড়ায় এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দেরকে সাথে  নিয়ে বাসার মালিকে কল করে চাবি নিয়ে এনে তালা খুলে তাদেরকে উদ্ধার করে পুলিশ ।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24