1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:০৯|
শিরোনামঃ
দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জেলা প্রশাসক ৩১ দফা বাস্তবায়নে জনমত গড়ে তুলুন — আজমল চৌধুরী জাবেদ তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী মাঠে, প্রচারণায় তুমুল লড়াইয়ে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের উদ্যোগে নিখোঁজ শাহিন আহমদের সন্ধানে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান শাহ্ ফুজায়েল ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই — মিজান চৌধুরী তারেক রহমানের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের পক্ষে জেলা মহিলা বিএনপির নারী সমাবেশ গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু-বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 184 বার দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মত্যু-বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণ সভা,দোয়া ও
সোমবার বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে জেলার ১২টি উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরা এই স্মরণসভায় যোগদান করেন। দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সভাপতি মোঃ নজির হোসেন মাষ্ঠারের সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির সদস্য এমদাদুল হক দিলবরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জাতীয়পার্টির নেতা,সাবেক ভিপি বীর-মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও বীর-মুক্তিযোদ্ধা প্রয়াত এ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরী সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কৃষকপার্টির সহ সভাপতি আব্দুল আউয়াল জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট শাহ আলম তুলিফ,জামালগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি এইচ এম ফারুক আহমদ,শান্তিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির সভাপতি হারুণ মিয়া, দোয়ারাবাজার উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান জেলা জাতীয়পার্টির সদস্য মোঃ রেনু মিয়া,সুরমা ইউপি সদস্য মাসুদ মিয়া,ধনপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাজিম উদ্দিন,জেলা জাতীয়পার্টির সদস্য ওমর ফারুক,হুমায়ূন রশিদ,বাপ্পি রহমান,সাইফুল ইসলাম,নুরুল ইসলাম,জেলা জাতীয়পার্টির সদস্য শিক্ষানুবিশ এ্যাডভোকেট মোঃ আনিসুল হক,আমির হোসেন,ফয়জুর রহমান তালুকদার,জহুর মিয়া,আব্দুল মতিন,সাবেক তহশীলদার এরশাদ মিয়া,ইসমাইল হোসেন,নুর মিয়া,ছাত্রনেতা রানা মিয়া প্রমুখ। স্মরণ সভা উপলক্ষে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। সভাস্থল হয়ে উঠে প্রবীন ও নবীন নেতাকর্মীদের মিলনমেলা।

এই সময় নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলকে প্রার্থী দেয়ার জন্য দলের চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয়পার্টির নেতা বীর-মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু বলেছেন,আমাদের নেতা পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ ৯ বছরের শাসনামলে দেশে বিকেন্দ্রীকরণ করে জেলা থেকে উপজেলা পরিষদের সৃষ্টি করে জনগনের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান করার সুযোগ সৃষ্টি করে তৃণমূলের প্রতিনিধিদের মাধ্যমে সাধারন জনগনের মাঝে উন্নয়নের সেবা পৌছে দিয়েছিলেন। তিনি বলেন,বর্তমান সরকার জাতীয়পার্টিকে কোন আলোচনায় অংশগ্রহনের সুযোগ দিচ্ছেন না। অথচ এই দেশটি স্বাধীনতা এবং পরবর্তী দে,শ গঠনে আমাদের পার্টির চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের অবদান অনেক রয়েছে। তিনি বলেন দেশে বর্তমানে সন্ত্রাস চাঁদাবাজি এবং মানুষ হত্যার যে সংস্কৃতি চালু হয়েছে সাধারন মানুষ প্রতিনিযত আতংঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিষয়গুলো সরকারকে অধিক গুরুত্ব দিয়ে অপরাধিদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয়পার্টির সম্ভাব্য লাঙ্গল প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেছেন,জাতীয়পার্টি হচ্ছে এমন একটি সংগঠন যাকে কেউ ষড়যন্ত্র করে শেষ করে দেয়ার চেষ্টা করলে জাতীয়পার্টি আরো বেশী শক্তিশালী হয়ে উঠে। তিনি বলেন আমাদের প্রয়াত জাতীয়পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি মারা যাওয়ার পর তার সুযোগ্য উত্তরসূরী ছোটভাই পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয়পার্টি এখন আগের তুলনায় তৃণমূলের সাধারন জনগনের সাথে সম্পৃত্ত হয়ে সারাদেশে জনপ্রিয়তা বেড়েই চলেছে। কাজেই চক্রান্ত করে জাতীয়পার্টিতে কেউ দমাতে পারবে না। এই জাতীয়পার্টিকে সুনামগঞ্জের ১২টি উপজেলায় আরো বেশী শক্তিশালী করতে তৃণমূলের সাধারন জনগনের দৌড়গড়ায় পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলের চিত্র তুলে ধরার আহবান জানান।

পরে জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের ,মাগফিরাত কামনা করে উপস্থিত নেতৃবৃন্দরা দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়পার্টির সদস্য মাওলানা মকবুল হোসেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৭.২০২৫

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24