দিরাই প্রতিনিধি :
ঐতিহ্যবাহী দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩জুলাই ) দুপুর ১২ টায় বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস।
বক্তব্য রাখেন সিনিয়র অজয় সিংহ রায়,সিনিয়র শিক্ষক জিতু মিয়া, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু হেনা, রফিকুল ইসলাম, রুহেল সরদার, লাকী সঞ্চরিনী, তানজিনা সরকার, হাদিয়া আক্তার, দেবজোতি দাস, স্বপ্না রানী দাস, দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার প্রমুখ।
সভায় ঢাকায় বিমান দূর্ঘটনা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা খুব ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখান থেকেই একদিন ভাল বক্তা, ভাল ক্রীড়াবিদ, ভাল শিল্পী হওয়ার সম্ভাবনা রয়েছে।
যারা পড়াশোনা কম মেধাবী দেখা যায় তারা খেলাধুলায় পারদর্শী হয়ে থাকে। তোমাদের মাধ্যমেই দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে।
আমি বলব পড়াশোনার পাশাপাশি সুস্থ সুন্দর সংস্কৃতি ও খেলাধূলায় তোমরা এগিয়ে যাবে। খেলাধূলায় জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের দরবারে পরিচিত লাভ করা, যায়। তোমাদের অনেক প্রতিভা লক্ষ্য করছি তোমাদের সামনে অনেকদুর এগিয়ে যেতে হবে।
তোমাদের মেধা মননশীলতাকে কাজে লাগাতে হবে। ফেইসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এখন দুরে থাকতে হবে।
তোমাদের বয়স কম তোমরা এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি তাই তোমাদের কে চলাচলে শিক্ষক পিতামাতার কথামতো চলতে হবে।
যারা শিক্ষক ও পিতামাতার কথায় চলে তারাই একদিন সমাজ ও দেশের সম্মান বয়ে আনবে।তারা ই দেশকে এগিয়ে নিয়ে যাবে।