দিরাই প্রতিনিধিঃ
৩১ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় মজলিস কার্যালয়ে মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
মাওলানা শরিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্ত্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা শাখার সভাপতি মাওলানা নুরুদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ওয়ারিশ উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, জেলা সাধারণ সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ফেদাউল হক।
শূরা অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুস সালামকে সভাপতি এবং মাওলানা শায়খুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং মাওলানা এ.বি.এম নোমানকে সভাপতি এবং হাফিজ ইয়াহইয়া বিন হাবীবকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি সাগঠন করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দিরাইয়ে সংগঠনের কার্যক্রম বেগবান করার আহ্বান জানান।