মোঃ রাকিব হোসেন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের টঙ্গী বনমালা থেকে ধীরাশ্রম হয়ে জয়দেবপুর সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তায় চলাচল মারাত্মক দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে সড়কটির করুণ অবস্থা সাধারণ মানুষের ভোগান্তিকে চরমে পৌঁছে দিয়েছে। এই সড়কটি গাজীপুরে প্রবেশের অন্যতম প্রধান রুট হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগে পড়ছেন।
সড়কের এমন বেহাল অবস্থার কারণে বাড়ছে দুর্ঘটনা, চুরি, ছিনতাইসহ আইনশৃঙ্খলার অবনতি। জরুরি প্রয়োজনে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এসব বিষয় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান সরেজমিনে সড়ক পরিদর্শনে যান।
গত বুধবার তিনি টঙ্গীর বনমালা থেকে শুরু করে ধীরাশ্রম, যোগীতলা, ছোটদেওড়া, তড়ৎপাড়া, সামান্তপুর ও মেগডুবি এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মেরামত কাজে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করার নির্দেশ দেন।
সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আমজাদ হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব জনবল ও যন্ত্রপাতির মাধ্যমে (প্যাচ ওয়ার্ক পদ্ধতিতে) জরুরি মেরামত কাজ শুরু হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই সবকটি ক্ষতিগ্রস্ত স্থানে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, বনমালা-জয়দেবপুর সড়কের পূর্ণাঙ্গ সংস্কারকাজের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তা বাস্তবায়নে সময় লাগবে। তাই জনগণের চলাচলের দুর্ভোগ লাঘবে আমরা আপৎকালীন ভিত্তিতে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, ছোট ছোট গর্তগুলো দ্রুত প্যাচিং করে সড়কটিকে চলাচলের উপযোগী করা হচ্ছে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।