ছাতক, প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত ৪ জনসহ ওয়ারেন্টভুক্ত মোট ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সফিকুল ইসলাম খান মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল করিম, এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এএসআই তোহা, এএসআই সাইফুর, এএসআই নাছির, এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
জিআর-১১৬/১৬ (জগন্নাথপুর) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী
নাজির উদ্দিন (২০), পিতা-মৃত ওস্তার আলী, সাং—বাদে ঝিগলী (সিংগেরকাছ)।
বিবিধ-১৩৯/২৪ (ছাতক) মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা
১। মানিক আলী (৪৫), পিতা-মৃত আখল মিয়া
২। মাছুম মিয়া (২০), পিতা-মানিক মিয়া
৩। নাইম মিয়া (১৮), পিতা-মানিক মিয়া
৪। আনর আলী (৫৫), পিতা-মৃত আখল মিয়া
৫। হোসাইন আহমদ (২০), পিতা-মৃত আখল মিয়া
৬। হাসান আহমদ (২২), পিতা-মৃত আখল মিয়া
৭। তেরা মিয়া (৪৩), পিতা-মৃত আখল মিয়া
(সকলের ঠিকানা—সিংগেরকাছ, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ)
এছাড়া পৃথক অভিযানে—
এসআই গাজী মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে ছাতক থানার মামলা নং-১৩(০৮)২৫, জিআর-২৩৫/২৫ এর এজাহারভুক্ত আসামী
ইমরান হোসেন (২৯), পিতা-মৃত মঈন উদ্দিন, সাং—দক্ষিণ গনেশপুর (ছড়ারপাড়), ইউপি—ইসলামপুর, থানা—ছাতক, জেলা—সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
এসআই মোফাফখারুল ইসলাম এর নেতৃত্বে ছাতক থানার মামলা নং-১৪(০৮)২৫, জিআর-২৩৬/২৫ এর এজাহারভুক্ত আসামীরা
১। ফুল বাহার বেগম (৫৫), স্বামী-মৃত মখলিছ আলী, সাং—রাউলী
২। বেগম বাহার (৫০), স্বামী—আ. কাদির, সাং—জালিয়া
৩। সায়মন (২০), পিতা—ছুরাব আলী, সাং—পান্ডারগাঁও, থানা—দোয়ারা বাজার, বর্তমানে ফুল বাহার বেগমের বাড়ি রাউলীতে অবস্থানরত
সব আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।