মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালিয়াজুরী উপজেলায় আনন্দ র্যালী বের হয়। ২০ তারিখ দুপুরে খালিয়াজুরী সদর প্রাঙ্গন থেকে বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খালিয়াজুরী সদরে বাজারে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন।
খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সদরের প্রাঙ্গনে দলীয় সংগীতের মাধ্যম শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পতাকা উত্তোলন করে বর্নাঢ্য আনন্দ র্যালী বের হয়।
খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব হাসান শরীফ, এস এ রুবেল তালুকদার এর যৌথ সঞ্চালনায় র্যালী পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ফাহিম হোসেন সুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুর রউফ স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুবুর রহমান কেষ্টু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মাখন ইয়ার চৌধুরী,এডভোকেট আবুল মনসুর আইন বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন।আরো উপস্থিত ছিলেন ইদ্রিস আলী মোল্লা সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক
খালিয়াজুরী উপজেলা বিএনপি ।জনাব মাসুদ রানা চেয়ারম্যান সাবেক আহবায়ক উপজেলা বিএনপি।
জনাব নাজমুল হক আরিফ
সাবেক যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি, জনাব ফুল মিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,জনাব এনামুল হক ছোটন আহবায়ক যুবদল খালিয়াজুরী উপজেলা,জনাব উছমান মিয়া সভাপতি শ্রমিক দল খালিয়াজুরী উপজেলা, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক শ্রমিক দল খালিয়াজুরী উপজেলা,মাজারুল হক পলিন আহবায়ক ছাত্রদল খালিয়াজুরী উপজেলা,ইয়াসির আরাফাত রিদয় সদস্য সচিব ছাত্রদল খালিয়াজুরী উপজেলা,
এছাড়াও উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।