দিরাই প্রতিনিধিঃ নবগঠিত দিরাই উপজেলা কৃষক দলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১ ঘটিকায় দিরাই থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক ছালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মানিক মিয়া তালুকদার, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম, যুগ্ম আহবায়ক অমৃত মিয়া,তোফায়েল আহমদ,জিয়াউর রহমান,লেচু মিয়া তালুকদার, পাবেল মিয়া, জাফরান মিয়া,আব্দুল ওদুদ, ইউসুফ আলী, মুক্তার সরদার, শাহ মুদাচ্ছির আলী, বাউল শ্যাম মিয়া,সিজিল মিয়া তালুকদার, সাইফুল ইসলাম তালুকদার, টিপু মিয়া তালুকদার, সদস্য দিলরাজ মিয়া, আবুল কালাম, প্রমুখ। এসময় বক্তারা বলেন আমাদের এই আহবায়ক কমিটি নির্বাচনমুখী কমিটি এই কমিটির মাধ্যমেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তারা আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা সচ্ছ ফ্যাসিবাদের দোসর মুক্ত কমিটি গঠন করার চেষ্টা করবো। পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দিরাই শাল্লার সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বর্ষিয়ান রাজনীতিবীদ নাছির উদ্দিন চৌধুরীর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।