দিরাই প্রতিনিধিঃ দিরাই পৌর কৃষক দলের নব নির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধা ৭ ঘটিকায় দিরাই থানা রোডস্থ বিএনপির কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। দিরাই পৌর কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, দিরাই পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া, দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম, দিরাই পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক আবু বক্কর, ,হাবিজুর রহমান, চান মিয়া,শহীদুল ইসলাম, সমুজ চৌধুরী, সদস্য জানে আলম, লুৎফুর রহমান, আমিনুল হক, আপ্তাব আলী, তৌহিদ মিয়া প্রমুখ।