শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লিফলেট বিতরণ
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক বিচারপতি এ্যাডভোকেট মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি ২২ আগস্ট (শুক্রবার) শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারকান্দি মিলন বাজারে আটগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক জুনেদ আহমেদর সভাপতিত্বে ও শাল্লা উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেনের সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও এলাকায় লোকজনের সাথে গণসংযোগ করেন,
গণ সংযোগ কালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও বিতরণ করেন।
এবং দিরাই- শাল্লার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ নানাবিধ সমস্যা দূরীকরণে সাধারণ মানুষের অধিকার আদায় সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী করার জন্য বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্বাগতিক বক্তব্য রাখেন সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এইচ এম এরশাদ এসময় আরো—–
বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী বলেন,দলের মধ্যে যারা বিভাজনসৃষ্টি করতে চায় ভবিষ্যতে ওদের পরিনিতি ভালো হবেনা বলে সাবধানকরে দেন।শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই,শাল্লা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান শাল্লা উপজেলার আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান, সাবেক ওয়ার্ড সভাপতি মোঃ মুর্তুজ আলী, .রূপ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।