হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সিলেটের জকিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (২৩ আগস্ট’২৫) জকিগঞ্জ- কানাইঘাট লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেনঃ- (বারহাল ইউনিয়ন) মুস্তাক আহমদ-বর্তমান চেয়ারম্যান, ১ নং বারহাল ইউনিয়ন। (খলাছড়া ইউনিয়ন) আবুল কালাম আজাদ–জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি। (সুলতানপুর ইউনিয়ন) দেলোয়ার হোসেন লস্কর – উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি। (মানিকপুর ইউনিয়ন) জুবায়ের আহমদ – ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
জানা গেছে, পর্যায়ক্রমে জকিগঞ্জ উপজেলার বাকি ইউনিয়নগুলোর চেয়ারম্যান পদে প্রার্থীর নামও ঘোষণা করা হবে।
প্রার্থী ঘোষণা এত আগেভাগে কেন করা হলো—এই প্রশ্নের জবাবে বলা হয়েছে “স্বৈরাচারী সরকার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে বিভিন্ন মামলা ও হয়রানির মাধ্যমে সাধারণ জনগণের নিকট থেকে দূরে রেখেছিল। আমরা চাই, আমাদের নির্ধারিত প্রার্থীরা জনগণের কল্যাণে আগেভাগেই মাঠে কাজ শুরু করুক।