দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা আসনে বর্ষিয়ান রাজনীতিবীদ নাছির চৌধুরীর বিকল্প নেই যিনি দিরাই শাল্লার আপামর জনসাধারণের আস্থার প্রতিক যার নেতৃত্বে দিরাই শাল্লার বিএনপি ঐক্যবদ্ধ এখানে নাছির উদ্দিন চৌধুরীর সৈনিকদের ষড়যন্ত্র করে ধমানো যাবে না। বক্তারা আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা আসনে জননেতা জনাব নাছির উদ্দিন চৌধুরী কে ধানের শীষ মার্কায় বিজয়ী করে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারোণ্যর অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান কে এই আসন উপহার দেব। দিরাই উপজেলা ও পৌর বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১ঘটিকায় থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার,উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পংকজ দাস, কামরুল ইসলাম, সুমন মিয়া, ইফতেখার আহমেদ চৌধুরী নাবিল, সুকেশ দাস, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা রজব আলী, রঞ্জু চৌধুরী, সুহেল মিয়া, আব্দুল হাফিজ, জাকারিয়া হোসেন, দিরাই উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, দিরাই পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল তালুকদার, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন দিরাই উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।