ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পতিত জমি ব্যবহার ও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে প্রান্তিক কৃষকদের মধ্যে। কৃষি অফিসের উদ্যোগে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কলাকৌশল নিয়ে ৬০ জন কৃষক দের মধ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষন হল রুমে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবির প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আলো । প্রশিক্ষনার্থীদের মধ্যে শেখানো হয় ফল – ফসল জাত পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি। জাতীয়ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি। দানা ও তেল ফসল আধুনিক উৎপাদন প্রযুক্তি,গ্রীষ্ম কালিন টমেটো, বেগুন ও মরিচের আধুনিক উৎপাদন, সরিষা সূর্য মূখী, তিল ও চিনাবাদাম। উচ্চ মূল্য ফসল উৎপাদন ক্যাপসিকাম,পেঁপে, পেয়ারা ও তরমুজ ফসল উৎপাদনের কলাকৌশল সম্পর্কে ধারণা দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন উপজেলায় প্রচুর পরিমানে পতিত জমি পড়ে আছে। কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে যে কেউ ফসল ফলালে নিজে উপকৃত হবে এবং সমাজে পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হবে।