দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের হল রুমে মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ জিতু মিয়া, গোলাম মোস্তফা সরদার রুমি, আবু হেনা, আনোয়ার হোসেন, জেসমিন আক্তার তানভীর আল জামান প্রমুখ।পবিত্র কোরআন তিলাওয়াত করেন ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সামিহা রহমান, ফাহমিদা ফাইজা চৌধুরী। মিলাদ মাহফিলে সভাপতি প্রধান শিক্ষক জাফর ইকবাল তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর জন্মের আগে অন্ধকার কুসংস্কার ও অন্যায় অবিচার নারীদের প্রতি অবমাননা ও সত্য থেকে বিচ্যুতি ছিল সর্বত্র । চারদিকে ছিল হানাহানি, জোড়জুলুম, ছিল অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ পাক এমন এক সময়ে তাঁর প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ (সাঃ) কে দুনিয়াতে প্রেরন করেন রহমত হিসেবে। সত্য ও ন্যায়ের প্রদীপ হয়ে পৃথিবীতে আগমন করেন। তিনি মহান আল্লাহর প্রেরিত নবী ও রাসুল। আমরা তাঁর জীবন চরিত্র ও আদর্শ লালন পালন করার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের শান্তি পাওয়ার সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে তাঁর জীবন চরিত্রে। আমাদের সবাইকে নবীর আদর্শে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে, তবেই দুনিয়া ও আখিরাতে শান্তি পাব। পরকালে বেহেস্ত পাব। ৬৩ বছরের জিন্দেগীতে তাঁর প্রতিটি কাজ কর্মে আল্লাহর হুকুম মতে নিজের জীবন যেভাবে পরিচালিত করেছেন তেমনিভাবেই আমাদের কে ও সেভাবেই শিক্ষা দিয়ে গেছেন। তাই তোমাদের ও এখন থেকে তাঁর রেখে যাওয়া সকল শিক্ষায় নিজেদের পরিচালিত করতে হবে। কোরআন হাদীসের আলোকে নিজেদের তৈরি করতে হবে। আমাদের প্রতিটি ক্ষেত্রে হযরত মুহাম্মদ ( সাঃ) এর জীবন আর্দশ বাস্তবায়ন করতে হবে তাহলেই আমাদের জীবন সুন্দর ও সঠিকভাবে পরিচালিত হবে। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল কাদির।