তৌফিকুর রহমান তাহের
————————–
জীবনের শেষদিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। মঙ্গলবার (২৬ আগস্ট) ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন।
এ উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে। এতে শিক্ষা, কবিতা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় নেত্রকোণার বিশিষ্ট কবি ও প্রধান শিক্ষক সাইফুন্নাহার শিউলিকে এপুরস্কারে ভূষিত করা হয়।
রাজধানীর বিজয়নগরের অরনেট হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় কবি সাইফুন্নাহার শিউলি’র হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ, ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক, আলী আশরাফ আখন্দ প্রমুখ ব্যক্তিবর্গ।
কবি সাইফুন্নাহার শিউলি বলেন, “মানবতার কল্যাণে জীবন উৎসর্গকারী একমাত্র নারী মাদার তেরেসার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি অতল শ্রদ্ধা। ছোট্ট এই জীবনে অনেক প্রাপ্তি অপ্রাপ্তির ভিড়ে মাদার তেরেসা এওয়ার্ডটি আমার জীবনে এক অনন্য মাত্রা যোগ করেছে। শিক্ষা,কবিতা আর মানব কল্যাণে অবদান রাখায় বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি আমাকে মনোনীত করায় আমি উনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে বারবার নেত্রকোণার কন্যা বলে আখ্যায়িত করাতে আমি বেশ পুলকিত ও গর্বিত বোধ করছিলাম। এই পুরস্কার আমাকে কাজের প্রতি আরো বেশি দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বাড়িয়ে দিলো। আল্লাহতায়ালা উত্তম পরিকল্পনাকারী,আমি তা বিশ্বাস করি। তাই সকল প্রশংসা পরমকরুনাময়ের জন্য।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ, ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক, আলী আশরাফ আখন্দ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।