তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত আস্তাকুঁড়ের (ডাস্টবিন) অভাবে শাল্লা (ঘুঙ্গিয়ারগাঁও) বাজারে যত্রতত্র আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। নিয়মিত পরিষ্কার নাকরায় এসব স্তুপথেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে এলাকাবাশী অতিষ্ঠ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাশ ও বাজার কমিটির সভাপতি জনাব প্রজেশ চন্দ্র চৌধুরী সরেজমিনে বাজার পরিদর্শন করেন । কাঁচামালের সহজলভ্যতায় বিভিন্ন গ্রাম বাজার থেকে ব্যবসায়ীরা আসেন এই বাজারে। ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বাজারের চারপাশে এবং রাস্তায় জমে উঠেছে ময়লার ছোট ছোট স্তুপ।
পরিচালনা কমিটির সভাপতি ব্রজেশ রঞ্জন চৌধুরী বলেন,আমাদের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকার পরও ব্যবসায়ীদের আন্তরিকতার অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বাজারে ১৩টি আস্তাকুঁড়ের (ডাস্টবিন) দিয়েছেন এবং ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে কথা বলেছেন আশা করছি আজকের পর থেকে বাজার পরিষ্কার থাকবে। আমাদের বাজারে পাবলিক টয়লেটের ব্যবস্থাও আছে আরোও দুটি টয়লেট মেরামতের ব্যবস্থাও করবেন। তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বাজার এবং দোকানের সামনে ডাস্টবিন স্থাপন করা হচ্ছে। পথচারীদেরও খোলা জায়গায় ময়লা ফেলা থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের ড্রেন পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক একরামুল হোসেন, বাজার কমিটির সাধারন সম্পাদক সোহাগ মিয়া ও সাংবাদিকবৃন্দ।