ছাতক, প্রতিনিধিঃ সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গনে যুক্ত হলেন নতুন সহকারী শিক্ষক রাজিব চন্দ্র দাশ। পদার্থ ও রসায়ন বিষয়ে (ভৌতবিজ্ঞান) সহকারী শিক্ষক হিসেবে আজ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। স্থায়ী নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রাজিব চন্দ্র দাশ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা রাকেশ চন্দ্র দাশ। স্থায়ী নিয়োগের আগে তিনি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অস্থায়ীভাবে শিক্ষকতা করে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সবার বিশ্বাস, তাঁর নিষ্ঠা, মেধা ও কর্মদক্ষতা ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত ও সমৃদ্ধ করবে।