সুনামগঞ্জ প্রতিনিধি
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়াঁর লক্ষ্যে এবং তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সুনামগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ডাচ্ বাংলা ব্যাংক লিঃ পিএলসি সুনামগঞ্জ শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার কনফারেন্স হলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ডাচ্ বাংলা ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ কান্তি দে।
সভায় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের জেলা প্রতিনিধি মোঃ আমিনুল হক, দৈনিক খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ,সাংবাদিক এ কে মিলন আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের স্ট্রাফ রিপোর্টার তানভীর আহমেদ, জেনিয়া আক্তার, ইশরাত জাহান মৌ,তুর্জ দাস, জাকারিয়া আহমেদ, কামরান আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন,বর্তমান প্রজন্মের তরুনদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বিষয়ে অবহিতকরন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। কেননা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাই আগামীর স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণে তারা কাজ করবেন। পাশাপাশি “গ্রাহক সেবাপক্ষ” নামে এ আয়োজনটি ০১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণী পেশার তরুনদের নিয়ে এ অনুষ্ঠানটি চলমান থাকবে।
মূল বিষয়বস্তু হলো প্রথমত আর্থিক খাতের সেবাসমুহ (ব্যাংকিং প্রোডাক্ট),দ্বিতীয়ত ডিজিটাল আর্থিক সেবা তৃতীয়ত ব্যাক্তিগত অর্থ ব্যাবস্থাপনা চতুর্থ সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা পঞ্চম ঋন ও বিনিয়োগ,ষষ্ঠ উদ্যোক্তা উন্নয়ন ও সপ্তম টেকসই উন্নয়ন। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০২.০৯.২০২৫