দিরাই প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দিরাই উপজেলা শাখার অধীন ৯টি ইউনিয়ন কমিটির সম্মেলন ও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে।
ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নের জন্য ভোটগ্রহণের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নিম্নরূপ:
১১ সেপ্টেম্বর – কুলঞ্জ ইউনিয়ন, ১২ সেপ্টেম্বর – সরমঙ্গল ইউনিয়ন, ১৩ সেপ্টেম্বর – জগদল ইউনিয়ন, ১৪ সেপ্টেম্বর – তাড়ল ইউনিয়ন, ১৫ সেপ্টেম্বর – ভাটিপাড়া ইউনিয়ন, ১৬ সেপ্টেম্বর – রফিনগর ইউনিয়ন, ১৭ সেপ্টেম্বর – চরনারচর ইউনিয়ন, ১৮ সেপ্টেম্বর – করিমপুর ইউনিয়ন ও ১৯ সেপ্টেম্বর – রাজানগর ইউনিয়ন
বিএনপির নেতাকর্মীদের মাঝে ভোটগ্রহণ ও নতুন নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়া ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নেতারা প্রস্তুতি নিচ্ছেন একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল নির্বাচন উপহার দিতে।