দিরাই প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে দিরাই উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমবেত হন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, “১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের জন্য উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন। কালের আবর্তে বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সম্ভব। জনগণ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই এই ৩১ দফা কর্মসূচি প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ূম। সমাবেশে বক্তব্য রাখেন, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সোয়েব হাসান, পৌর বিএনপির সদস্য বাবুল সরদার, মঞ্জু মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের সভাপতি সালমান মিয়া প্রমুখ।
তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, “আমি ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেছি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, আপনাদের সেবা করতে চাই। আমার পিতা আব্দুস শহীদ চৌধুরী আজীবন আপনাদের সঙ্গে রাজনীতি করেছেন, আমি তাঁর পথ অনুসরণ করে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আজকের প্রখর রোদ উপেক্ষা করে ছাত্র-জনতার এ বিশাল উপস্থিতি প্রমাণ করে আপনারা বিএনপিকে কতটা ভালোবাসেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই—আপনাদের ভালোবাসাই আমার জীবনের পথ চলার পাথেয়।”
“দেশ এখন নির্বাচনের পথে। হাওরের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।”