রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের হাজীপুর এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জন শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
জানা যায়, আটক শ্রমিকদের মধ্যে ১২ জনকে ৩ মাস ও ২ জনকে ১ মাস করে মাটি ও বালুমহাল আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে রাত পৌঁনে ১১টার দিকে ভিডিও না করার শর্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, হাজীপুর ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জন কে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসময় আটককৃত শ্রমিকরা গণমাধ্যম কর্মীদের বলেন হাত বালতি দিয়ে ও স্টক থেকে বালু আনার সময় পুলিশের নামে আমাদের চাঁদা দিতে হয়। শ্রমিকরা বলেন ফারুক মেম্বার নামে একজন ও বিভিন্ন সময়ে বিভিন্ন জন এসে আমাদের কাছ থেকে পুলিশের নামে চাঁদা নিয়ে থাকে। চাঁদা না দিলে নৌকা আটকে রাখে। উক্ত বিষয়ে ইউপি সদস্য ফারুকের কাছে জানতে চাইলে তিন বলেন আমি বালু বিক্রিও করিনা আর পুলিশের নামে চাঁদাও তুলি না। আমার নামে কেন এই মিথ্যা অপবাদ দেওয়া হয় আমি জানি না।
এদিকে শ্রমিকদের কারাদণ্ডের ঘটনায় উপজেলা ভূমি অফিসের সামনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা ও শ্রমিক সংগঠনের নেতাদের জটলা লক্ষ্য করা যায়।