ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের কাছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার পক্ষ থেকে উপজেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণের নামের তালিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তালিকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম তালিকা গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি অরুণ অধিকারী,সাধারণ সম্পাদক দুলন তরফদার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর কমিটির সহ-সভাপতি পীযুষ সরকার, পরেশ চন্দ, নারায়ণ রায়,দীলিপ চৌধুরী, লিটন ঘোষ,দপ্তর সম্পাদক অধির দাস।সদস্য গোবিন্দ মোহন সরকার, নিটু ঘোষ, বিপন কৃষ্ণ দাশ পলাশ, ব্যবসায়ী মিশন চন্দ মিশু, নিশান গোস্বামী প্রমূখ।উল্লেখ্য ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খানের কাছেও তালিকা প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ।