সুনামগঞ্জ প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।
সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইন এর পরিচালনায়, বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন,জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভপুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা নুর হোসাইন আজিজ,মুফতি তাফাজ্জুল হক,জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ তাহা হোসাইন,মাওলানা আব্দুশ শহিদ,মাওলানা তায়েফ আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা যুবায়ের সাদী, মুফতি আব্দুল মালিক ত্বাহা, মাওলানা আহমদ শফী, মাওলানা হাফিজুর রহমান মারুফ ও মাওলানা মনজুর আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,গত ৪০ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় থানায় একটি জিডি করা হলেও গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা। তারা বলেন বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে বিবোধ মত ও পথের হাজাঁরো নেতাকর্মী গুম খুন ও নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু ২০২৪ সালে ফ্যাসিস শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটাতে দেশে এত রক্তঝড়ার পরও এখন কেন গুন খুন ও নিখোঁজের ঘটনা ঘটবে তা আমাদেরকে ভাবিয়ে তুলে একজন সহজ সরল ইসলামিক নেতা তাকে গুম করার পরও আইনশৃংখলা বাহিনী উদ্ধার করতে না পারাটা সুনামগঞ্জবাসির জন্য লজ্জার বিষয়। অবিলম্বে নিখোঁজ মোশতাক আহমদকে দ্রæত উদ্ধার করে তার পরিবারের নিকট পৌছে দিতে সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট জোর দাবী জানান। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৪.০৯.২০২৫