দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি:
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ আল ইসলাহ, তালামিযে ইসলামিয়া ও ইয়াকুব হিফজুল কোরআন বোর্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ এবং পরিচালনা করেন কালারুকা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন—
ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম, আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান, ছাতক উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফী, আল ইসলাহ ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা বিলাল আহমেদ, সাধারণ সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন, শাহ সুফী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, গাবুর গাও মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান, সহ-সুপার মাওলানা আবু জাফর মো. ছয়ফুল আলম, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের উপদেষ্টা হাফেজ আব্দুল মুক্তাদির, সভাপতি হাফিজ মাওলানা সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাফিজ তাজির উদ্দিন, অর্থ সম্পাদক হাফিজ নজির আলীসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ নেতা মাওলানা নাজমুল হক নসিব, উপজেলা আল ইসলাহ নেতা কারী শামীম আহমদ নজরী, লতিফিয়া কারী সোসাইটির সাধারণ সম্পাদক কারী আব্দুল জব্বার, যুক্তরাজ্য প্রবাসী কারী আব্দুল হক, তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা তালামিযে ইসলামিয়ার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মো. শাহজাহান, এইচ এম আব্দুল বাসিত, তালামিযে ইসলামিয়া ছাতক (উত্তর) শাখার আব্দুল আহাদ, সহ-সভাপতি আব্দুল গাফফার, বাহার উদ্দিনসহ আরও অনেকে।
আলোচনা ও দোয়া মাহফিলে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরা হয় এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।