মোঃনাছির উদ্দিন ( দিরাই- সুনামগঞ্জ)।
দিরাই উপজেলার ৭ নং জগদল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুর ১০:০০ টায় জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দ্বি বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব মো: আমির হোসেন এবং অন্যান্য সহকারী কমিশনারগণ।
প্রধান কমিশনার জনাব মো: আমির হোসেনের নেতৃত্বে অন্যান্য সহকারী কমিশনারগণ দুপুর ১০:০০ টা নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে। সেখানে জগদল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৪০ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে ২ জন, সহ- সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ- সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অত্যান্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সমপন্ন করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনারগণ।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব মো: আমির হোসেন। সভাপতি পদে জনাব মো: নুরুল হক ছাতা মার্কায় ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব ছুনু চৌধুরী ভোট পেয়েছেন ১৬৫ টি ।
সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মো: মাহতাব উদ্দিন।
সাধারণ সম্পাদক হিসাবে ৩০৩ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনাব তুহিন রানা শামীম। সহ- সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আনিছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব কোহিনুর মিয়া।
ফলাফল শেষে নব নির্বাচিত সভাপতি জনাব মো: নুরুল হক বলেন, সকলকে সঙ্গে নিয়ে জগদল ইউনিয়ন বিএনপিকে আরো শক্তিশালী করার চেষ্টা করবো । আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ এবং অভিভূত । সকল সময়ে আপনাদের পাশে থাকবব ইনশাআল্লাহ।