ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে “আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন” প্রকল্পের আওতায় নন-গ্রুপ কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এর সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোহাম্মদ নাজমুল কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল ভূঁইয়াসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।