ছাতক,প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ বাজারে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জামায়াতে ইসলামী কার্যালয়ের উদ্বোধন ও দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানির গণসংযোগ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল উদ্দিন বাদশা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভা আমির নেমান আহমদ, উপজেলা সেক্রেটারী হাফিজ জাকির হোসেন, ফখরুল ইসলাম, ৪নং ওয়ার্ড মেম্বার আবু সাদাত দুলাল, কালারুকা ইউনিয়ন জামাতের সভাপতি রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ,সহ আরও অনেকে।
গণসংযোগ শেষে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।