দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৯ ইউনিয়ন ও পৌর বিএনপির আওতাধীন নয়টি ওয়ার্ড বিএনপির কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কাউন্সিলের মাধ্যমে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দিরাই-শাল্লা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে আশা করি, যারা নির্বাচিত হয়েছেন, তাঁদের নেতৃত্বে ও উদ্যোগে যারা নির্বাচিত হতে পারেননি, তাঁদেরও সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দিরাই উপজেলা ও পৌর বিএনপির শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
বার্তায় আরও বলা হয়, “আমরা বিশ্বাস করি, সকল পর্যায়ের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দিরাই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
নব-নির্বাচিত নেতৃত্বকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় দলীয় কার্যক্রম বাস্তবায়নে দিরাই বিএনপি কেন্দ্রীয় আহ্বানে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।