দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলা রাজানগর ইউনিয়নের জাহান পুর গ্রামের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে নারী ও শিশু সহ আহত হয়েছে ৩০ জন।
সোমবার ( ২২সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে । এলাকাবাসী সুত্রে জানা যায় গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র দীর্ঘ দিন ধরে, মসজিদের ফান্ড ও গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে মত বিরোধ চলে আসছিল ।এ নিয়ে কয়েকবার থানা পুলিশ ও বিচার শালিশে নিস্পত্তি হয়েছে কিন্তু এর রেষ থেকে যায়। সোমবার খেয়ানৌকা পারাপার কে কেন্দ্র করে গ্রামের পঞ্চায়েত গ্রুপ ফিরুজ আলী,আলী আকবর লোকজনের সাথে গোলাপ মিয়ার লোকজনের কথাকাটাকাটি মধ্যে উভয় পক্ষের লোকজনের সংর্ষের ঘটনা ঘটে।
এঘটনায় আহতরা হলেন সামিয়া বেগম (২০),হুসনা বেগম (৩৫),কাসেম মিয়া (৩৬),সফিক মিয়া (৩৭),নাজির মিয়া (৩৮) সাবু মিয়া (৪০), নাসির মিয়া (৪১), লাল মিয়া (৫৫), সেন্টু মিয়া (৪৫), কামাল মিয়া (৩৫), রাবিয়া বেগম (৩৫)আজিজুল মিয়া (৩৫) সালাতুল বেগম (২৬) আলী আকবর (৫০) মিজান মিয়া (২৯) করমুস মিয়া (২৯), শাহবাজ (৫৬) এরশাদ (৩৩) সরলা বেগম (৪৫)সাক্কল মিয়া (৪৫) রুজেল মিয়া (১২) আশিক মিয়া(৩২) ইসলাম মিয়া (৩৫) সাগর মিয়া (২২) তাহেরা বেগম (২০) জবনুর মিয়া (২২) কাসেম (৩৫) টেটাবিদ্ব ১০ জন সহ গুরুতর আরও ২০ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুর রাজ্জাক বলেন, আমরা ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । ঘটনাস্থল থেকে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র টেটা এবং ঢাল উদ্ধার করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।