দিরাই প্রতিনিধি:ঃসুনামগঞ্জের দিরাই পৌরসভাস্থ হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিরাই থানা পয়েন্টে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মাদ্রাসার শিক্ষক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক মোঃ কারিমূল ইসলাম ও মোঃ মারগুবুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন,শিক্ষক আবুল কালাম আজাদ,মোঃ সাফুয়ান আহমদ, আদনান হাসান, সাকিব আহমেদ, মোঃ বশির আহমেদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকজন বখাটে ছেলে গতকাল বুধবার মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্ত করলে দপ্তরী শহীদুল ইসলাম প্রতিবাদ করে। ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা শহীদুল ইসলাম কে মারধর করে গুরুতর আহত করেছে। এই বখাটেদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকায় শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।