মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে থেকে নানান ষড়যন্ত্র করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আগামী নির্বাচন পি আর পদ্ধতিতেই দিতে হবে এছাড়া বাংলাদেশের মানুষ পাতানো কোন নির্বাচন মেনে নিবেনা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ টায় খালিয়াজুরী উপজেলা খেলার মাঠে মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন, জামায়াতের খালিয়াজুরী উপজেলার আমির মাওলানা ইসমাইল হোসেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের খালিয়াজুরী উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে
ও সেক্রেটারি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জামায়াতের জেলা ইউনিট সদস্য সাংবাদিক আবুল কালাম,শেখ রিয়াজ উদ্দিন, সিরাজুল ইসলাম, সেলিম কাঞ্চন,ইসলামি আন্দোলন বাংলাদেশ খালিয়াজুরী উপজেলার সভাপতি মাওলানা মুস্তাকিম বিল্লাহ ,ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাসেল আহমদ, ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি মোঃ আবু হুরায়রা, উপজেলা অমুসলিম শাখার সভাপতি সাবেক ইউপি সদস্য বাবু অরুণ বিশ্বাস, অমুসলিম শাখার সেক্রেটারি ও নগর ইউনিয়নের সভাপতি বাবু অধির দাস প্রমুখ।উপজেলা সেক্রেটারি মাওলানা রহুল আমিন বলেন, জামায়াতের কাছে সকল মানুষ নিরাপদ। যাদের সাথে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম তারা এখন আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছে। নেশাখোরের মতো বক্তব্য দিচ্ছে। দয়া করে এসমব মিথ্যা অপবাদ বন্ধ করুন। সমাবেশের আগে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে খেলার মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।