ছাতক,প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের দিক নির্দেশনায় এসআই সঞ্জয় দত্ত ও এএসআই রাসেল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর-২৭৪/২০২৪ (সদর) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নাজিম উদ্দিন ওরফে নাজিম হোসেন (২২), পিতা মোঃ সবুর মিয়া, সাং-জাউয়া, থানা-ছাতক, তাহাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় ছাতক থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”