1. ehiaahmedliton@gmail.com : Ehia Ahmed Liton : Ehia Ahmed Liton
  2. vatirkhantha@gmail.com : Vatir Khantha : Vatir Khantha
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:৫১|
শিরোনামঃ
দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জেলা প্রশাসক ৩১ দফা বাস্তবায়নে জনমত গড়ে তুলুন — আজমল চৌধুরী জাবেদ তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ-০৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী মাঠে, প্রচারণায় তুমুল লড়াইয়ে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের উদ্যোগে নিখোঁজ শাহিন আহমদের সন্ধানে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান জগন্নাথপুরে মৎস্যজীবী সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান শাহ্ ফুজায়েল ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই — মিজান চৌধুরী তারেক রহমানের ৩১ দফা সফল করতে সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের পক্ষে জেলা মহিলা বিএনপির নারী সমাবেশ গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার নতুন কমিটি গঠন

শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে আনসার ও ভিডিপি,,,, সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 82 বার দেখা হয়েছে

ছাতক, (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৫:
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সিলেট রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস মহোদয় সুনামগঞ্জ জেলার সদর ও ছাতক উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ ফুল ও মিষ্টান্ন উপহার প্রদান করেন।

এ সময় তিনি ডিউটিরত আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সতর্ক, সৎ ও নিবেদিত থেকে কাজ করার আহ্বান জানান। তিনি সদস্যদের নির্দেশনা দেন, পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে “বিডি ইন্সিডেন্ট (শারদীয় সুরক্ষা)” অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করতে হবে।

উপ-মহাপরিচালক আরও জানান, মহাপরিচালকের নির্দেশে সারাদেশে প্রায় ৩১ হাজার পূজামণ্ডপে দুই লক্ষাধিক আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে ৮ জন এবং সাধারণ ও অন্যান্য মণ্ডপে ৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, “সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে চায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হোক। এজন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

এবারই প্রথমবারের মতো চালু হওয়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ প্রসঙ্গে তিনি বলেন, এই অ্যাপসের মাধ্যমে পূজামণ্ডপে সংঘটিত যেকোনো ঘটনা দ্রুততার সাথে সরকারের উচ্চপর্যায়ে জানানো যাবে। প্রতিটি আনসার সদস্যকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে ছবি বা ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা সম্ভব হয়।

প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মো: আরিফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আব্দুল কাদির (ছাতক), সদর উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান এবং আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের দুটি টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ
© All rights reserved © 2024 VK24