ছাতক, (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৫:
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সিলেট রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস মহোদয় সুনামগঞ্জ জেলার সদর ও ছাতক উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ ফুল ও মিষ্টান্ন উপহার প্রদান করেন।
এ সময় তিনি ডিউটিরত আনসার ও ভিডিপি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সতর্ক, সৎ ও নিবেদিত থেকে কাজ করার আহ্বান জানান। তিনি সদস্যদের নির্দেশনা দেন, পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাৎক্ষণিকভাবে “বিডি ইন্সিডেন্ট (শারদীয় সুরক্ষা)” অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করতে হবে।
উপ-মহাপরিচালক আরও জানান, মহাপরিচালকের নির্দেশে সারাদেশে প্রায় ৩১ হাজার পূজামণ্ডপে দুই লক্ষাধিক আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে ৮ জন এবং সাধারণ ও অন্যান্য মণ্ডপে ৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, “সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে চায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হোক। এজন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
এবারই প্রথমবারের মতো চালু হওয়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ প্রসঙ্গে তিনি বলেন, এই অ্যাপসের মাধ্যমে পূজামণ্ডপে সংঘটিত যেকোনো ঘটনা দ্রুততার সাথে সরকারের উচ্চপর্যায়ে জানানো যাবে। প্রতিটি আনসার সদস্যকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে ছবি বা ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা সম্ভব হয়।
প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মো: আরিফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আব্দুল কাদির (ছাতক), সদর উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান এবং আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সের দুটি টিম উপস্থিত ছিলেন।