দিরাই প্রতিনিধি:: জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ নেতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২(দিরাই শাল্লা) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, এডভোকেট শিশির মনির ইসলাম ধর্মের ফরজ বিধান “রোজা” নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দিরাই সর্বস্তরের জনতার ব্যানারে বেলা ২ টার দিকে দিরাই বাজার জামে মসজিদের সামন থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ সভা করেন তারা। সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু অশোক কুমার তালুকদার,উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহি উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া, পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম সহ বিভিন্ন শ্রেনি পেশার জনগন।বক্তারা বলেন, পবিত্র রোজা হচ্ছে ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের উন্নতম একটি ফরজ বিধান, পবিত্র রোজা কে পূজার সাথে তুলনা করে তিনি ইসলাম থেকে দুরে চলে গেছেন, তাকে তওবা করে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এর আগে ও অনেক নাস্তিকরা আমাদের পবিত্র ধর্ম নিয়ে কটুক্তি করেলে দিরাইর তৌহিদী জনতার আন্দোলনের কারণে মাফ চাইতে হয়েছে। অন্যতায় তৌহিদী জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে।