শাহ্ ফুজায়েল আহমদ, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বটের তল নামক স্থানে নতুন আঙ্গিকে জমকালো আয়োজনের মাধ্যমে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত (৩ অক্টোবর) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ সৈয়দ মারজান আহমেদের সভাপতিত্বে ও হাফিজ নাসির উদ্দীন এর পরিচালনায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাঅধ্যাপক ডাঃ জিয়াউর রহমান চৌধুরী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা দায়রাজজ আদালত এর পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।
বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুর উপজেলা শাখা, খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাসমত উল্লাহ খান
স্বাগত বক্তব্য রাখেন, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর হাফিজ মাওলানা সৈয়দ কামরান আহমেদ।
অনুষ শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হাফিজ মাওলানা সৈয়দ হিফজুর রহমান। পরে কেক কেটে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার এর ডিরেক্টর ডাঃ সৈয়দ মারজান আহমদ বক্তব্যে বলেন শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার সুন্দর করে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন ।