ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে।
রবিবার (০৬ অক্টোবর) রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় এসআই মোঃ রাহিম, এসআই সোহেল রানা ও এএসআই সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিদ্যুৎ সংক্রান্ত মামলার সিআর-৫৪৩/২৩ (ছাতক) এর আসামি মাসুক মিয়া (পিতা–আজমল আলী, সাং–চরেরবন্দ), সিআর-৩৫২/২৪ (ছাতক) এর আসামি খালেদ মিয়া (পিতা–হাজী মকদস আলী, সাং–হাসপাতাল রোড) এবং সিআর-৩৫০/২৪ (ছাতক) এর আসামি রাজন ঘোষ (পিতা–নিত্য রঞ্জন ঘোষ, সাং–মন্ডলীভোগ, থানা–ছাতক, জেলা–সুনামগঞ্জ) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের সোমবার (০৭ অক্টোবর) যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ছাতক থানা পুলিশ নিশ্চিত করেছে।