দিরাই প্রতিনিধি:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০২ ( দিরাই শাল্লা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দিরাই শাল্লা বাসী অনেক নেতার জন্ম দিলে ও স্বাধীনতার ৫৪ বছরে প্রিয় দিরাই শাল্লাবাসী আজও কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি।
সারা দেশে উন্নয়ন হলেও আমরা আজও বঞ্চিত।আমাদের এলাকাবাসী আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। তিনি বলেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন গনতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ৫ আগষ্ট আমরা দেশ কে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, সারা দেশের মানুষ আজ বিএনপির দিকে চেয়ে আছে, আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসুচি বাস্তবায়ের কাজ করে যাবো।
তারেক রহমান বলেছেন যে এলাকা অবহেলিত রয়েছে, যদি বিএনপি ক্ষমতায় আসে সে এলাকা বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবো। তিনি দিরাই শাল্লায় বিএনপি মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি যদি নমিনেশন নাও পাই, যাকেই দল মনোনয়ন দেবে তাকেই বিপুল ভোটে বিজয়ী করতে হবে। মঙ্গলবার বিকেলে উপজেলার হোসেন বাজারে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা দিলদার মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালমান হোসেন ,হারুন উদ্দিন ও মোস্তাক আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, দিরাই উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলস্ম রব্বানী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার,সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি সুজন আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ,সদস্য সচিব জুনেদ মিয়া,উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম,দিদার আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান চৌধুরী সাজু, মোরসালিন আহমদ,কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।