ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘জাতির মুক্তি সনদ’ বা ৩১ দফা দাবি জনগণের মাঝে ছড়িয়ে দিতে ছাতকে বিশাল প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় ছাতক শহরে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমদ মিলন।
কর্মসূচিতে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান।
সভায় উপস্থিত ছিলেন—
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব মো. শামছুল হক নমু (সাবেক চেয়ারম্যান), আব্দুর রহমান (সাবেক সহ-সভাপতি), মো. নজরুল ইসলাম, হাজী আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহ্বায়ক মো. এখলাছুর তালুকদার ও হারুনুর রশিদ, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছাতক সদর ইউনিয়নের আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমার আহ্বায়ক মো. আজিজুর রহমান, দক্ষিণ খুরমার প্রতিনিধি শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকি বিল্লাহ, ছাতক পৌর যুবদলের আহ্বায়ক মো. খায়ের উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী, পৌর বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তারেক আহমেদ, সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, নোমান ইমদাদ কানন, এবং সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাকী মুহিতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
“৩১ দফা দেশের সকল নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষা” — মিলন
সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন সভায় বলেন,
> “এই কর্মসূচি কোনো ব্যক্তির স্বার্থে নয়; এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। বিএনপির ৩১ দফা শুধু দলের নয়—এটি দেশের সকল নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।”
তিনি আরও বলেন,
> “আমরা এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সাধারণ জনগণকে জাগ্রত করতে চাই। ইনশাআল্লাহ, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের মাঝে ৩১ দফা ছড়িয়ে দেবো এবং তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথচলায় সম্পৃক্ত করবো।”
জনগণের ব্যাপক সাড়া
কর্মসূচিতে ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শহরজুড়ে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে ‘জাতির মুক্তি সনদ’ প্রচারের এ উদ্যোগ এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।