দিলোয়ার হোসেন,ছাতক প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতক–দোয়ারাবাজার আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ব্যাপক গণসংযোগ করেছেন। রোববার দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
সেদিন তিনি কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার ও হাসনাবাদ বাজার, ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার, দোলারবাজার ইউনিয়নের দোলারবাজার, জাহিদপুর বাজার, মঈনপুর বাজার, পালপুর পয়েন্ট, এবং গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট, পীরপুর বাজার, জালালপুর পয়েন্ট ও জাউয়া বাজারসহ একাধিক স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগকালে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন,
> “স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। জনগণের ভালোবাসাই আমার শক্তি।”
তিনি যুবসমাজের উদ্দেশে বলেন,
“দেশের আত্মনির্ভরশীল যুবক–যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ–বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বেকারত্ব দূরীকরণে আমি নিরলসভাবে কাজ করে যাবো।”
নতুন ভোটারদের উদ্দেশেও তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথম কাজ হিসেবে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেব। পাশাপাশি ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নাজুক সড়ক যোগাযোগব্যবস্থা সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি আরও বলেন,
> “মানুষ পরিবর্তন চায়। তাদের মৌলিক চাহিদা—অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা—নিশ্চিতে আমি আন্তরিকভাবে কাজ করবো।”
আলহাজ্ব জাহাঙ্গীর আলম জানান, তিনি জাবা মেডিকেল সার্ভিসের মাধ্যমে ছাতক–দোয়ারাবাজারের প্রায় ছয় লক্ষ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন।
শেষে তিনি বলেন,
> “আমাকে যদি জনগণ সংসদ সদস্য নির্বাচিত করেন, তবে বাকি জীবনটি মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।”