ছাতক প্রতিনিধি:
ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সোমবার গভীর রাতে ছাতক উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও অভিযান চালিয়ে মৃত মহরম আলীর পুত্র সিরাজুল ইসলাম-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন থানার এসআই বিন আমিন।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম ছাতক থানায় দায়েরকৃত মামলা নং-১৫(৭)২০২৫-এর এজাহারনামীয় আসামি বলে নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান।
জানান, গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।