শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ দক্ষ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্লেষণের জন্য সরকারি কর্মকর্তা- কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী নিয়ে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে ব্র্যাকের আয়োজনে,জলবায়ু পরিবর্তনে ও স্বাস্থ্য কর্মসূচির অবহিতকর সভা উপস্থিত সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রঞ্জন রায় এর সভাপতিত্বে, ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সিসিএইচ মাহমুদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানজিম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, ব্রাক স্বাস্থ্য কর্মসূচি জগন্নাথপুরের প্রোগ্রাম অর্গানাইজার কনক দেবনাথ, সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন- আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ স্বর্ণা বণিক, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আবদীন মিয়া, অফিস সহকারী মোঃ ফয়সাল, স্টোর কিপার ছয়ফুল ইসলাম, শামিউম বাশির, জেরিন আক্তার প্রমুখ।