স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাও বাজার,মামুদনগর বাজার এবং দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ। বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী এই ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ – ২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন,চরনারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাছ আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, চরনারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, তাড়ল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া,শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কানু মিয়া,শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমজদ হোসেন, হজু মিয়া,আব্দুল মুত্তালিব, ওমর, সালমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।