রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজ হওয়া ওমান প্রবাসী শাহিন আহমদের সন্ধান কামনায় “গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের” উদ্যোগে দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আছরের নামাজের পর গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক রোটারিয়ান এমএ রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব কামাল আহমদের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল ও আর্থিক অনুদান প্রদান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি গোয়াইনঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব,গোয়াইনঘাট জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি নুরুল ইসলাম বৌলগামী, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,গোয়াইনঘাট মডেল মসজিদের খতিব আমিনুর রশিদ, ইমাম আব্দুল খালিক, সহকারি ইমাম মাওলানা আনোয়ার হোসেন, জাতুগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, গোয়াইনঘাট হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল মতিন।
ওমান প্রবাসী নিখোঁজ শাহিন আহমদের বাড়ি গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলির গাঁও ইউনিয়নের হাতিরপাড়া গ্রামের মাওলানা ইসরাক আলীর ছেলে। তিনি গত ২ মাস আগে ওমানে নিখোঁজ হয়েছেন বলে জানা যায়।