রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সর্বোচ্ছ বিদ্যাপিঠ, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে “ক্যাম্পাস পরিষ্কার” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১১টার দিকে, আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা। কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ সাবেক শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এসময় তারা কলেজ গেইট,কলেজের শহীদ মিনার, ক্যাম্পাসের ভিতরের ময়লা আর্বজনা পরিস্কার করে নির্দিষ্ঠ জায়গায় ফেলে দেন। পাশাপাশি কলেজ গেইটের সাথে থাকা যাত্রী ছাউনিও পরিস্কার পরিচ্ছন্ন করেন এবং পরবর্তীতে যাত্রী ছাউনি রং করার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
আয়োজকরা জানান, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও মনোরম রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এমন কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীরা ছাত্রদলের এ উদ্যোগকে, স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।