স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রাম পরিদর্শন করেছেন জেলা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত মানুষজন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি গ্রামের কবর স্থান, রাস্তা, গ্রামের গাইডওয়াল, মাদ্রাসা ও মসজিদ সহ পরিদর্শন করেন এবং মিনুষজনের সাথে কথা বলে নানা সমস্যার খোঁজখবর নেন।
পরে গ্রামবাসীর সাথে মতবিনিময় কালে তিনি এসব উন্নয়নের আশ্বাস দিয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রামে পৌঁছলে সেখানে জেলা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্রামবাসী।
দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো জেলা প্রশাসক দূর্ব্বাকান্দা গ্রামে আগমন করায় এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
জেলা প্রশাসকের আগমন উপলক্ষে দূর্ব্বাকান্দা গ্রামবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্তা সাহা, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বুরহান উদ্দিন, বিএনপি নেতা মো.জিয়াউর রহমান জিয়া।
গ্রামবাসীর পক্ষে কথা বলেন মো.দারগা আলী, মো.বেলায়েত হোসেন, মো.মুর্তুজ আলী, আলী আকবর, মো. আদম আলী, মাওলানা বশির আহমদ, মেম্বার সাইদুল ইসলাম, মো.আব্দুল বারিক, ননি দেব নাথ, মাওলানা ওয়াকিব মিয়া, মো.নুর আলম, মো.আব্দুর নুর, মো.জসিম উদ্দিন, সাবেক মেম্বার অলেক মিয়া প্রমুখ।
পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মৌখলা ও শ্যামনগর গ্রামবাসীর সাথে মত বিনিময় করেন। পরে পাথারিয়া বাজার পরিদর্শন করেন তিনি। #