শাহ্ ফুজায়েল আহমদ,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীতা চেয়ে ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সভায় অংশ নিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এম এ মালেক খান।
রোববার (১৯ অক্টোবর) বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের পাঁচটি আসন থেকে ডাক পাওয়া নেতাদের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সুনামগঞ্জ-৩ আসনে এম এ মালেক খানকে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় ডাক পাওয়া সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মালেক খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকাল ৩ টায় বিএনপির গুলশান কার্যালয়ে সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীদের সাথে সভায় বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সভায় সুনামগঞ্জ জেলার অন্যান্য আসনের ন্যায় এ আসনের একাধিক প্রার্থীকে ডাকা হলে এখন পর্যন্ত কারো মনোনয়ন চূড়ান্ত হয়নি।